বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে সিলেটে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত মূল্যে চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাটে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কালিঘাটের মের্সাস সোলেমান ট্রেড্রাস, মের্সাস মখদ্দস এন্ড জাকির ট্রেডার্স, মের্সাস খালেদুস সামাদ ট্রেডার্স, মের্সাস আমিনুর রশিদ ট্রেডার্স এবং মের্সাস মতিউর রহমান এন্ড ব্রাদার্স ট্রেডার্স। এসব প্রতিষ্ঠানের প্রত্যেকেই ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।