বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীক নিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক সালমান কাদের দিপু। তিনি ওই ইউনিয়নের সর্ব কনিষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হলেন বলে জানা যায়।
শনিবার রাতে এ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফল ঘোষণা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাইদুর রহমান।
সাংবাদিক সালমান কাদের দিমু টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছয়েফ উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৩ ভোট।
এর আগে শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা।