Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-21T19:26:59Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে বন্যার্তদের পাশে এম এল ফাউন্ডেশন (ইউ. কে)

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন এম এল ফাউন্ডেশন (ইউ. কে)

মঙ্গলবার (২১জুন) এম এল ফাউন্ডেশন ইউ. কে'র অর্থায়নে ও বুধবারীবাজার ছাত্র সমাজ যুব সমাজের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণী কালে উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রশীদ রাপু, ব্যবসায়ী বজলুর রশীদ বাইছ, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক ও আবুল কাশেম হাসিম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ -সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলাল আহমদ, বাগিরঘাট যুব সংঘের সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাবেক পরিষদ সদস্য সাদেক মিয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন জাবেদ, শাহিন, দিপু, হানিফ, মঞ্জুর, আছলম, কাওসার, ফাহিম, সুজাদ, হাসান, সাকিল, হুুমায়ুন কামরান, জবলু, জামিল,রাসেদ, সাদিক প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ