Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-24T13:27:46Z
কোম্পানীগঞ্জ

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা আরোহী এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান।

মৃতরা হলেন- উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

এ ঘটনায় আহত অটোরিকশার চালক ও আরও দুই আরোহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি বলেন, সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এ সময় অটোরিকশা আরোহী মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মা ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ