বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: সফিক উদ্দিন।
তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার। তার নিজ কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কাছে ১৯৩ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। বুধবার রাত ৯টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। সকাল ৯টায় ভোট শুরুর পরপরই নৌকার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো: সফিক উদ্দিন এ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২হাজার ৩শ ৬ জন।
প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম পেয়েছেন ৪৭৪টি ভোট, ঘোড়া প্রতীকের মোঃ সফিক উদ্দিন পেয়েছেন ২৮১টি ভোট।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেন । তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) এই শূন্য আসনে তফসিল ঘোষণা করে।