Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-14T12:15:56Z
বিনোদন

হিরো আলমের বিরুদ্ধে প্রতিবাদ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বাংলা সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃতি করায় হিরো আলমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা’ নামে একটি সংগঠনের নেতারা। 

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক  মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলা সাংস্কৃতির এক অমূল্য সম্পদ। সেই গান হিরো আলম বিকৃতি করে আমাদের সংস্কৃতিকে ছোট করেছেন। শুধু তাই নয়, তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বে আমাদের দেশের সংস্কৃতির সুনাম ক্ষুণ্ণ করছেন। আমরা এর তীব্রতা প্রতিবাদ জানাচ্ছি। 

হিরো আলমের বিরুদ্ধে সংস্কৃতি বিকৃতির দায়ে মামলা করার হুঁশিয়ারি জানিয়ে তারা আরও  বলেন, হাসি-তামাশা করে সব কিছু এড়িয়ে যাওয়া যায় না। 

আমরা ধিক্কার জানাচ্ছি তাদের, যারা হিরো আলমের গানের নিচে কমেন্ট করে বলেন— তার আরও গান চাই। কেন এমনটা করে তাকে গান বিকৃতি করতে আরও  উৎসাহিত করছেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার সভাপতি বিপ্লব শরীফ, সাংগঠিক সম্পাদক আকাশ নীলসহ সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ