বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : মোটরসাইকেল নিয়ে গৌরবের পদ্মাসেতু দেখতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আইয়ুব খান। কিন্তু হেলমেট না থাকায় তাকে গুনতে হয়েছে জরিমানা।
এ সময় আইয়ুব খান ১০০ টাকা জরিমানা দেন। এর ফলে তিনিই পদ্মাসেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।
রোববার দুপুর ২টার দিকে পদ্মাসেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে তাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আইয়ুব খান বলেন, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মাসেতুতে। ইচ্ছে হলো সেতু পার হয়ে ঐ পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে, শনিবার পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে পদ্মাসেতুতে যানবাহন চলাচল শুরু হয়। সেতু খুলে দেওয়ার পর থেকেই জমে ভিড়।