বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। বানের পানিতে গবাদিপশুর খাবার, ধান, চাল ভেসে গিয়েছে। সব মিলিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন সিলেটবাসী।
বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারের উদ্যোগে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যক্তি উদ্যোগেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
বন্যা আঘাত হানার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি তালিকা তৈরী করে সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দেন।
তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি মেরামতের জন্য তালিকা করা হচ্ছে।
প্রত্যেক উপজেলার নির্বাহী অফিসারগণ স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করছেন। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজ চলছে।
মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
তিনি জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা পাওয়ার পর ঘর নির্মাণে সরকারি সহায়তা করা হবে।
সূত্র : সিলেট প্রতিদিন