Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-23T17:19:16Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে মুক্তিযোদ্ধাদের বিদায়ী সংবর্ধনা প্রদান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরকে পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে উপজেলা কনফারেন্স হলরোমে  মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের গোলাপগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে  মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জিল আহমদের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ গোলাম কবির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ছুনু মিয়া, আব্দুল কাদির, আব্দুল হানিফ, আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান সামিন। 

এসময় গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  মো: গোলাম কবির পদোন্নতি পেয়ে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন। এর আগে তিনি ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ