Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-20T18:41:55Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জ জটিল ভাইরাসে আক্রান্ত তরুণ, পাশে আমেরিকা আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের একটি হাসপাতালে নিস্তেজ হয়ে পড়ে আছেন মাত্র ১৮ বছরের এক তরুণ। বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামে। সবকিছু দেখছে এবং শুনছে কিন্তু নড়াছড়া বা কথা বলার শক্তি নেই তাঁর। 

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা বলেছেন, হাসান জিবিএস ভাইরাসে আক্রান্ত।এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। 

জটিল এই ভাইরাসের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসার খরচ জোগান দিতে হিমশিম খাচ্ছে হাসানের পরিবার। 

হাসান আহমদ বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের সোলেমান আহমদের ছেলে। 

পরিবারের এই দুঃসময়ে এগিয়ে এসেছে আমেরিকা আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট।  এই সংগঠনটি হাসানের পাশে দাঁড়িয়েছে।
সোমবার (২০জুন) হাসানের বাবার হাতে নগদ ৫২ হাজার ৩৫৫ টাকা প্রদান করে এই ট্রাস্টটি। 
এ সময় অসুস্থ হাসানের বাবা সোলেমান আহমদ বলেন, গ্রামের প্রবাসীসহ আজ ও পূর্বে থেকে সাহায্য সহযোগিতা করছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার ছেলের চিকিৎসার জন্য আরও ঁঅর্থের প্রয়োজন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছি।

উল্লেখ, আমেরিকা আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন ভাবে অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে। কিছু দিন আগে আছিরগঞ্জের প্রায় ৫০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কুশিয়ার হসপিটালে নগদ ১ লাখ টাকা প্রদান করে এই সংগঠনটি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ