বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ও এনার্জি প্যাক ফ্যাশন লিমিটেডের সহযোগিতায় গোলাপগঞ্জ পৌর এলাকা ও বাঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বন্যায় আক্রান্ত ৩০০ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়্যিদ আহমদ সুহেদ, পৌর আওমীলীগ নেতা অলি আহমদ, তাজির আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, রুহুল ইসলাম, আফজল হোসেন আক্তার, জেলা ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর প্রমুখ।
গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ বলেন, বন্যার শুরু থেকেই পৌর আওয়ামীলীগ গোলাপগঞ্জবাসীর পাশে রয়েছে। বিভিন্ন প্রবাসী ও দেশ বিদেশিদের সাহায্যে প্রায় প্রতিদিনই নেতাকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিতরণ করা হয়।