বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে কিশোর গ্যাং জিসান গ্রুপের দুই তরুণ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের শাহপরান থানা এলাকায় একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৭ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহরান থানার আটগাঁও খেওয়া এলাকার হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও একই থানার টিকরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে হিমেল আহমেদ (১৯)।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং জিসান গ্রুপ চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধকর্ম চালিয়ে আসছে। জিসান নামের একজন এই গ্রুপকে নেতৃত্ব দেন।
সোমবার নগরী থেকে গোলাপগঞ্জের বাঘা পরগনায় যাওয়ার কথা বলে এই গ্যাংয়ের সদস্যরা একটি সিএনজি অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি শাহপরান থানার পীরেরবাজার এলাকায় পৌঁছার পর তারা চালককে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে অবগত হয়ে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা দল। পরে অভিযান চালিয়ে হৃদয় ও হিমেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এই গ্যাংয়ের মূলহোতা জিসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।