বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট: কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার বন্যার্তদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ নেতাকর্মীরাও বন্যা কবলিতদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। সেই সাথে এগিয়ে এসেছেন প্রবাসীরা। দেশের যখনি কোন দুর্ভোগ আসে প্রবাসীরা তাদের হাত বাড়িয়ে দেন। এ দেশের অসহায় মানুষদের পাশে দাড়ান। তিনি এই সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার আমেরিকা প্রবাসী শিকপুর গ্রামের কয়েস আহমদ এর অর্থায়নে ১০০ শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি মোহাম্মদ কামাল, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের।
এছাড়াও উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ,রাহাত আহমদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।