Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-31T21:11:42Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে মঞ্জুর শাফিকে বিজয়ী করার আহবান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত, নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সমর্থনে গণসংযোগ ও  পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে গণসংযোগ পরবর্তী পথসভায় বক্তারা দলমত নির্বিশেষে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে বিজয়ী করার আহবান জানান। 

বক্তারা বলেন, আমাদের ভোটাধিকার আমরা যোগ্য প্রার্থীর পক্ষে প্রয়োগ করবো। গোলাপগঞ্জ উপজেলাকে কিভাবে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এসব পরিকল্পনা মঞ্জুর কাদির শাফি এলিমের রয়েছে। আগামী দুই বছর পরীক্ষার জন্যে হলেও নৌকার প্রার্থীকে নির্বাচিত করুন।  

আওয়ামীলীগ নেতা এনাম আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সৈয়দ মিসবাহ উদ্দিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, মনসুর রশীদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান।

এসময় নৌকার প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম তাঁর বক্তব্যে বলেন, গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গোলাপগঞ্জের মানুষের সার্বিক উন্নয়ন করতে আমার পক্ষে সবাই রায় দেন। এ নির্বাচনে আমায় বিজয়ী করলে আমি মাত্র দুই বছর আপনাদের প্রতিনিধিত্ব করবো। নির্বাচিত হলে আমি যদি আপনাদের কাজ করি তাহলে আমায় রাখবেন আর না হলে পরের নির্বাচনে অন্য কাউকে আনবেন।  

পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এইদিন বিকেল নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ৫টায় ফুলবাড়ি ইউনিয়নের পাঁচ মাইল বাজার, রাত ৮টায় হেতিমগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা করেন। এছাড়াও বিকেল সাড়ে ৫টায় তিনি দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এলাকাবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন।  
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ