Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-18T20:10:37Z
সিলেট

সিলেটে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো যুবকের প্রাণ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজারে নিজ বাড়ির পাশেই শাহ মাহি আহমদ (২১) নামে এক যুবকের প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক। বুধবার (১৮ মে) চকের বাজার শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ মাহি সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের আপন চাচাতো ভাই ও সিলাম শেখপাড়া গ্রামের মৃত তিতন শাহ'র ছেলে।  

এ ঘটনায় ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  
 
স্থানীয় সূত্র জানায়, শাহ মাহি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন। এসময় তার বাড়ির পাশেই শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে যাওয়ামাত্র বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে মাহির মাথা ও শরীরে আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 এ বিষয়ে সিলেট মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ আহমেদ জানান, ট্রাক চালককে থানায় রাখা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ