বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে বিভিন্ন অভিযোগে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । রোবার (১৫ মে) পৌর শহরের গোলাপগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ দুটি আইনে ৬ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের নেতৃত্বে অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
এসময় গোলাপগঞ্জ বাজারের লাকী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বুশরা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, গোসতের দোকান, মুদি দোকানসহ ৬ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ সহ বিভিন্ন আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।