Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-09T04:00:05Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জের আলোচিত জোড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মতবিনিময়

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলোচিত ডাবল মার্ডারের ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার স্থানীয় এলাকার একটি হলরুমে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল এবং রাহি আহমদের যৌথ পরিচালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।

আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সিলেট জেলা পরিবহন শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার।

এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুহিত, নিহত তারিফ রহমানের পিতা তখলিছ আলী, আবু সুফিয়ানের পিতা তছন আলী, তারিফ রহমানের চাচাতো ভাই গোলজার আহমদ।

এসময় বক্তারা বলেন, এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আবু সুফিয়ান ও তারিফ রহমান হত্যার মূল আসামীদের কেন গ্রেপ্তার করা হয়নি তা কারো জানা নেই। বক্তারা আলোচিত ডাবল মার্ডারে জড়িত মূল আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ