Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-13T09:08:46Z
সারাদেশ

মাথার ওপর সিলিং ফ্যান পড়ে আহত এমপি মুরাদ

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে মাথার সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টায় দুর্ঘটনার খবর পেয়ে তার নিজ বাড়ি দৌলতপুরে যাই। পরে দেখতে পাই তার কপালের ডানদিকে কেটে গেছে। পরবর্তীতে তিনটি সেলাই দেওয়া হয়। তবে তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সূত্র : জাগো নিউজ
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ