বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমীক উপ-কমিটির কার্যালয়ে তালা মেরে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় (মামলা নং- ০৪/৪২, তারিখ-০২-০৩-২০২২ইং) ৪ আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার এ মামলায় সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে ৪ আসামী জামিন আবেদন করলে তাদের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এডভোকেট ছালেহ আহমদ হিরা।
কারাগারে প্রেরণকৃত আসামীরা হলো উপজেলার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত তছকর আলীর পুত্র লায়েক আহমদ (৩২), ঘোগারকুল গ্রামের মৃত মনু মিয়ার পুত্র ফারুক আহমদ (৩০), ঘোষগাঁও গ্রামের আব্দুল্লাহর পুত্র মাছুম হাসনাত, চৌঘরী গ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র ছালেহ আহমদ (২৮)।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১মার্চ দলবদ্ধ হয়ে এজহারভুক্ত আসামীগণ গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমীক উপ-কমিটির কার্যালয়ে একটি তালা মেরে দুইলক্ষ টাকা দাবি করেন। এ অভিযোগে গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমীক উপ-কমিটির সভাপতি আব্দুছ সামাদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামী সহ ৪জনকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমীক উপ-কমিটির সভাপতি আব্দুছ সামাদ জানান, আসামীগণ বিভিন্ন ভাবে আমার কাছে চাঁদা দাবি করতো। শুধু আমরা নয় তাদের কারণে গোলাপগঞ্জের অনেক মানুষ সমস্যার মধ্যে রয়েছে। তারা বিভিন্ন জায়গা সংবদ্ধভাবে এ চাঁদা দাবি করে। এছাড়াও তারা বিভিন্ন মাদকদ্রব্য সেবনে জড়িত বলে জানান তিনি।
এদিকে এ ৪ আসামীকে কারাগারে পাঠানোর জন্য মিষ্টি বিতরণ করেছে মাক্রোবাস শ্রমীক উপ-কমিটির সাধারণ শ্রমিকরা।