Advertisement (Custom)

প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-28T15:20:21Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে আহত ৩

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে একই পরিবারের শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। পরে শিয়ালকে পিটিয়ে হত্যা করা হয়।

গত বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম কানিশাইল গ্রামের কৈলাশ টিলার পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- শিশু ফাহাদ আহমদ (৩), তার দাদা আব্দুল বাছিত (৪৫) ও আব্দুল বাছিতের চাচা নিমার আলী (৬০)। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আহত ফাহাদ আহমদের নানা জাবেদ আহমদ। 

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শিশু ফাহাদ আহমদ ঘরের বারান্দায় বসেছিল। পাশেই তার দাদা আব্দুল বাছিত বাজারে নিয়ে কাঁঠাল বিক্রি করার জন্য মাচা তৈরি করছিলেন।

এ সময় হঠাৎ একটি শিয়াল এসে শিশু ফাহাদকে আক্রমণ করে। তাকে বাঁচাতে তার দাদা এগিয়ে গেলে তাকেও শিয়াল কামড়াতে থাকে৷ এসময় তাদের চিৎকার শুনে আব্দুল বাছিতের চাচা নিমার আলী এগিয়ে এলে তাকেও আক্রমণ করে শিয়ালটি। পরে তাদের চিৎকার শুনে আহত শিশু ফাহাদের বাবা রিমন আহমদ ও বাড়ির একজন মহিলা এগিয়ে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেন। 

শিয়ালের কামড়ে গুরুতর আহত ৩ জনকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতাল থেকে ৩দিনের ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসার ২ দিন পরও আহতদের অবস্থা এখনো আশংকাজনক বলে জানা যায়।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ