Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-11T07:35:56Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে পানির নিচে ঢাকাদক্ষিণ বাজার, দুর্ভোগ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে পানির তলিয়ে গেছে উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার।  সোমবার রাতের টানা প্রবল বর্ষণে এ বাজারের বিভিন্ন রাস্তা ঘাট ও দোকানপাট পানির নিচে তলিয়ে যায়। বিভিন্ন দোনাকপাঠে পানি ঢুকে গিয়ে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকাদক্ষিণ বাজারে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় প্রতিবছরই ভারী বর্ষণে ব্যবসায়ীরা এমন জলাবদ্ধতায় পড়েন। 

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বরী নদী দিয়ে পানি নিষ্কাশন হতো কিন্তু কিছু মানুষ এই নদীটি বিভিন্ন স্থানে দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আর এ কারণেই ঢাকাদক্ষিণ বাজার প্রতিবছর ভারী বর্ষণে পানিতে তলিয়ে যায়। তারা অতিসত্বর কাকেশ্বরী নদীটি দখল মুক্ত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ