বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দু'জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত-শিবিরের দু'জনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।
সম্প্রতি ধর্ম ব্যবসায়ী হিসেবে গণকমিশনের ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এই মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধায় পড়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপকমিশনার আজবাহার আলী।