বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অসহায় ও প্রতিবন্ধী ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমলগঞ্জ উপজেলা যুবলীগ। খাদ্য সামগ্রী হিসাবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা প্রদান করা হয়।
বুধবার (১৭ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।