বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা য্য়, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচন ১৫ জুন থাকায় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন পিছিয়ে ১৭ জুন নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হলে গত ৫ মে ভোটগ্রহণের পুনরায় তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।