Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-17T17:43:01Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু ও যুক্তরাজ্য প্রবাসী অজি উদ্দিন স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সাথে এলাকার মুরব্বি ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিকে সাবেক ইউপি চেযারম্যান মাসুক উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে পৌর নির্বাচনে মেয়র পদে ১২জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

মনোনয়নপত্র দাখিলের একদিন পূর্বে উপজেলা নির্বাচন অফিসে দুই মেয়র প্রার্থী ছাড়া আরো ২৩জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের ২জন করে এবং সাধারণ পদে ২ নং ওয়ার্ড ছাড়া অপর ৮ ওয়ার্ডের ১৯জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, সোমবার দুই মেয়র প্রার্থীসহ ২৫জন প্রার্থী মনোনয়নপত্র হমা দিয়েছেন এবং একজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ