বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু ও যুক্তরাজ্য প্রবাসী অজি উদ্দিন স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সাথে এলাকার মুরব্বি ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক ইউপি চেযারম্যান মাসুক উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে পৌর নির্বাচনে মেয়র পদে ১২জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
মনোনয়নপত্র দাখিলের একদিন পূর্বে উপজেলা নির্বাচন অফিসে দুই মেয়র প্রার্থী ছাড়া আরো ২৩জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১ ও ২নং ওয়ার্ডের ২জন করে এবং সাধারণ পদে ২ নং ওয়ার্ড ছাড়া অপর ৮ ওয়ার্ডের ১৯জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, সোমবার দুই মেয়র প্রার্থীসহ ২৫জন প্রার্থী মনোনয়নপত্র হমা দিয়েছেন এবং একজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।