বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বুধবার (৪ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী জানান, বিয়ানীবাজার উপজেলার চন্দরপুর গ্রামের মৃত আশাখ আলীর টিনশেড বসতঘরে ভোররাতে আগুন লাগে।
এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবরে আলীনগর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য মো. গৌছ উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি সদস্য গৌছ উদ্দিন বলেন, ভোররাতে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে যাই। এলাকাবাসীর সহযোগিতায় আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা এনিয়ে বিস্তারিত জানাতে পারবে।ক্ষতিগ্রস্ত বিলকিস বেগম বলেন, সন্ধ্যার পর আমরা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। আগুনে আমার সব পুড়ে গেছে। আমার সন্তানদের আশ্রয়ের জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন ঘরহীন, আশ্রয়হীন হয়ে পড়েছি।