বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারীভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। পুরো উপজেলায় মোট ১২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হবে।
তন্মধ্যে বাঘা ইউনিয়নে ৭ মেট্রিক টন, ফুলবাড়ী ইউপিতে ১,আমুড়া ১, সদর ইউনিয়নে-১ ও পৌরসভা এলাকার জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে বুধবার বিকেলে এ ত্রাণ সহায়তার অংশ হিসেবে উপজেলার বাঘা ইউপির ১, ২ ও ৩নং ওয়ার্ড (রুস্তমপুর, তুড়ুকভাগ, নলুয়া)গ্রামের প্রায় ২শ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের উপস্থিতিতে এ ত্রাণ সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন ১নং বাঘা ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির বলেন, সরকারের বরাদ্ধকৃত সহায়তা ইতিমধ্যেই যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় সরকারের পাশাপাশি বিত্তশালী ও সমাজসেবীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।