Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-15T18:19:48Z
হবিগঞ্জ

হবিগঞ্জে ‘ছেলের ছুরিকাঘাতে’ বাবা খুন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তিকে তার ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ জানান।

নিহত আজদু মিয়া (৪৫) ওই গ্রামের রশিদ মিয়ার ছেলে। আজদুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে আজদুরের ছেলে মাসুম মিয়া পলাতক রয়েছে।

রাজিউড়া ইউনিয়নের সদস্য মানিক মিয়া সাংবাদিকদের বলেন, ঋণগ্রস্থ আজদু দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন। শনিবার তিনি বাড়িতে ফিরে আসার পর ছেলে মাসুমের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মাসুম আজদুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে মাসুম বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

ইন্সপেক্টর দৌস বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনটি তদন্ত করছে পুলিশ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ