বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, নৌকার প্রার্থী, মঞ্জুর শাফী চৌধুরী এলিমের আহ্বানে মিছবাহ মাছুম ফাউন্ডেশন ও আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্যায় কবলিত বাঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ সদস্য সায়্যিদ আহমদ সহ ফাউন্ডেশনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।