বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসায় ও ৮ নং ওয়ার্ডের রাঙ্গাডহর বাজারের পাবলিক টয়লেট উদ্বোধন করলেন মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বুধবার (১৮ মে) গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসায় ও ৮ নং ওয়ার্ডের রাঙ্গাডহর বাজারের পাবলিক টয়লেটের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জবান আলী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা, শেফা বেগম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আলী, ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বদর উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য মতাহির আলী,রফিক উদ্দিন,মালেক আহমদ,পারভেজ আহমদ,ছাদেক আহমদ,শওকত উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মাওঃ আব্দুল গফফার,সাংবাদিক মো শাহ আলম,এলাকার বিশিষ্ট মুরব্বি নুর উদ্দিন,মাহমদ আলী মাখন,রাসেল আহমদ,হারিছ আলী,রেজওয়ান আহমদ,হারিছ আলী,মোঃবাবুল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা শাহ মোহাম্মদ লুটন,মাদ্রাসার শিক্ষা সচিব মাও ইমাম উদ্দিন,সহকারী শিক্ষা সচিব মাও হাফিজ মনিরুজ্জামান সহ প্রমুখ ।
এ সময় ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা ছাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। তিনি বলেন ৩ নং ওয়ার্ডের ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসায় ও ৮ নং ওয়ার্ডের রাঙ্গাডহর বাজারের পাবলিক টয়লেট নির্মাণে প্রায় ৩১ লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়াও গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে সমান ভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
উদ্বোধন শেষে ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম হযরত মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুছ (রঃ) কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপস্থিত সবাইকে নিয়ে উনার কবর জিয়ারত করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা বদর উদ্দিন।