বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে ইতিমধ্যে ৯জন প্রার্থী দলীয় ফোরামে আবেদন সংগ্রহ করেছেন। তারা আওয়ামীলীগের মনোনয়ন নৌকা প্রত্যাশী।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। তিনি বলেন, এখন পর্যন্ত ৯জন প্রার্থী দলীয় আবেদন সংগ্রহ করেছেন। এর সংখ্যা আরো বাড়তে পারে।
দলীয় আবেদন সংগ্রহ করেছেন তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানান যায়, রোববার (৮মে) বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। দলের ঐক্যমতের ভিত্তিতে সভায় প্রার্থী চুড়ান্ত করার প্রক্রিয়া হতে পারে। তা না হলে জেলার মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য আগামী ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্ধ ২৭ মে।