বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: নগরীর সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম নাজিম আহমদ (২০)।পেশায় সে হোটেল শ্রমিক। সে সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার পুত্র ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা।
এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে কয়েকজন যুবকের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কয়েকজন যুবক নিহত নাজিম আহমদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, খবির পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে আটককৃত যুবক নিহতের ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে।