বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী ১৫ জুন এই উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবীর।
তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ১৯মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং প্রতীক বরাদ্ধ ২৭ মে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়। ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।