Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-16T10:29:04Z
লিড নিউজসিলেট

সিলেটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবলু আহমদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোটাটিকর সুন্দরবন কমিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিবলু আহমদের সুনামগঞ্জে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, শিবলু আহমদ সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে।এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য শিবলুর দেহ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ