বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জে অস্ত্র মামলাসহ ১১টি মামলার আসামী মাদক সম্রাট খ্যাত জামিল আহমদ (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার ভোরে রাতে উপজেলার রণকেলী উত্তর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামিল আহমদ উপজেলার রণকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই প্রনয় নাল এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতারী পরোয়ানাসহ মাদক, জুয়া ও অস্ত্র আইনে ১১টি মামলার আসামী। এরমধ্যে মোগলাবাজার ও কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে দুটি মামলা ও গোলাপগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।