Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-11T20:59:02Z
সিলেট

সিলেটে যে উদ্যোগ নজর কাড়ছে সবার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর মিরের ময়দান মোড় দিয়ে যদি বিকেলের দিকে কেউ যান তবে সহজেই নজর কাড়বে একটি টেবিলের উপর সারি করে রাখা ইফতারীর বক্স।

ব্যানারে লিখা আছে, ‘যাদের ঘর নেই, ইফতারের ব্যবস্থা নেই কিংবা পথচারী তারা এখান থেকে ইফতারী নিয়ে যেতে পারেন।’

যার প্রয়োজন সেখান থেকে প্যাকেট নিয়ে যাচ্ছেন। প্রশংসনীয় এ উদ্যোগটি নিয়েছেন নারী সমাজকর্মী ফারমিছ আক্তার।

প্রথম রমজান থেকে শুরু করা এমন উদ্যোগ পুরো রমজানজুড়ে চলমান থাকবে। রোববার (১০ এপ্রিল) ইফতার বিতরণ কার্যক্রম চলমান দেখা গেছে।

ফারমিছ আক্তার প্রত্যাশা করেন, ‘রাস্তার মোড়ে এরকম লিখা দিয়ে একটা টেবিল রাখা যায়। যাদের বাসায় অতিরিক্ত ইফতার বানানো হয় তারা টেবিলে ইফতার রেখে গেলেন। যাদের ইফতার খাওয়ার সামর্থ্য নেই তারা নিয়ে গেলেন। ব্যাপারটা হলে খুব ভালো হয়।’

সূত্র : Ridmik News
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ