বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : মৃত্যুর দু’দিন আগে সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা কামরুজ্জামান কামরুল এক ফেসবুক স্ট্যাটাসে নিজের অসুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন। তার ফেসবুক টাইমলাইন ঘুরে এমন একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে।
সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মনারাই গ্রামে। পিতার নাম শাহাব উদ্দিন।
আজ শনিবার ( ২৩ এপ্রিল ) দুপুরের দিকে তার উপশহরের ই ব্লকের ১ নম্বর রোডের মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে সেহরি খেয়ে নিজের রুমে শুয়েছিলেন কামরুল।
শনিবার দুপুরের দিকে ওই মেসের অন্য একজন সদস্য তাকে ডাকতে গিয়ে দেখেন তার নাকমুখ দিয়ে ফেনা আসছে। নিথর পড়ে আছে লাশ।
সাথে সাথে শাহপরাণ থানা পুলিশকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
এদিকে কামরুলের সাথে ঘনিষ্ঠরা তার ফেসবুক টাইমলাইন ঘেঁটে দেখেছেন, অসুস্থতার কারণে দু’দিন আগে তিনি সবার দোয়া চেয়েছিলেন স্ট্যাটাস দিয়ে।
তার সেই স্ট্যাটাসে লেখা, ‘শারীরিকভাবে খুব অসুস্থ। আমার জন্যে দোয়া করবেন যাতে দ্রুত সুস্ত হয়ে উটি।’
এদিকে শাহপরাণ থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) সৈয়দ আনিসুর রহমান জানান, লাশটির সুরতহাল করা হচ্ছে। ওর অভিভাবকরা আসছেন। তারা হলে আমরা ময়না তদন্তের জন্য পাঠাবো।