বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : সিলেটের একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের চার তলার ৪১৪ নং রুম থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের উনু মিয়ার ছেলে।
হোটেল কতৃপক্ষ জানায়, নিহত খালেদ আহমেদ গতকাল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে হোটেলে আসেন। আজ (বুধবার) দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।
পিবিআই কর্মকতা আজিম পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৪টায় ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ তদন্ত করছে, বিস্তারিত পরে জানানো হবে।