Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-14T20:09:28Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আকলাছ ও মসুদা সাদাকাহ'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে আকলাছ ও মসুদা সাদাকাহ'র উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বহরগ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মুকিতের সভাপতিত্বে ও শাহ মাদারী সোসাইটি'র সভাপতি মোহাম্মদ জামিল আহমেদের সঞ্চালনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলামের আছকির, জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক, বহরগ্রাম দক্ষিণ মহল্লা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির, বিশিষ্ট মুরব্বী আলা উদ্দিন আহমদ, নুরুল ইসলাম আমুদ, এমদাদুর রহমান আলতা, যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান সেলিম, আব্দুল হান্নান সবুজ, মাওলানা জামিল আহমদ, শাহিনুর রহমান, রেজওয়ান আহমদ, ও ছফওয়ান আহমদ প্রমুখ।

শাহ আরাফাত হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত ও আকলাছ ও মসুদা সাদাকাহ এর মুখপাত্র সামছুল আলম কয়েছের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আকলাছ ও মসুদা সাদাকাহ এর ফাউন্ডার চেয়ারম্যান খালেদুর রহমান ও তার পরিবারের সর্বাঙ্গীণ কল্যাণ ও পিতা মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক।

শাহ মাদারী সোসাইটি'র সার্বিক সহযোগিতার অনুষ্ঠানে মোট ৮০ টি পরিবারের মধ্যে প্রতি প্যাকেটে ২১ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ