বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের আলোচিত রায়হন আহমদ হত্যা মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়েছে। আগামী ১৮ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় আজ মঙ্গলবার (১২ এপ্রিল) চার্জ গঠন সম্ভব হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জ গঠনের ধার্য্য দিন ছিলো আজ। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রস্তুতি না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি। পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়হন আহমদ হত্যা মামলার মূল আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এস.আই আকবর হোসনে ভুইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালায়। এতে রায়হান মারা যান। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
পরে পিবিআই গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
চলতি বছরের ৮ মার্চ সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে বহুল আলোচিত এ মামলাটি উপস্থাপন করা হলে বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।