বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ চৌধুরীর পক্ষ থেকে পথচারিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনীতে এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামিলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। পবিত্র রমজান মাসে ছাত্রলীগ নেতার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানান এই নেতা।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমান, সিলেট জেলা তাতী লীগের সহ-সভাপতি নাহেদ আহমেদ, উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, নিজাম উদ্দিন, রাসেল আহমদ,সুমন চৌধুরী।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা বাহার উদ্দিন, জাবেদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম জুনেদ, আলি হোসাইন, তোফায়েল নিয়াজ চৌধুরী, মো: জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক মো: আলী হোসেন প্রমুখ।