বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী হাফিজুর রহমান শিশু (৪০) গুরুতর আহত হয়েছে। বুধবার উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত হাফিজুর রহমান শিশু অবসরপ্রাপ্ত পুলিশ মৃত হাবিব আলির দ্বিতীয় ছেলে।
এ ঘটনায় শিশুর বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে উত্তর রায়গড় (কোম্পানি বাড়ি) গ্রামের মৃত বাহা উদ্দিনের ছেলে রাছনু মিয়া (৩৫), সেলিম আহমদ (৩৮), মৃত তবারক আলী ছেলে সুহেল আহমদ (৩৫), মৃত বাহা উদ্দিনের ছেলে সাজু আহমদ (২৫) সহ অজ্ঞাতনামার আরও ৬/৭ জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে বাদী খলিলুর রহমান গংদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (২০এপ্রিল) সন্ধ্যায় ইফতারর পর বিবাদীগণ পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে খলিলুর রহমানের বাড়িতে হামলা করে। এসময় বাড়িতে অন্যদের না পেয়ে প্রতিবন্ধী হাফিজুর রহমন শিশুর উপর হামলা করে জখম করে। এসময় তার চিৎকার শুনে তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার সকাল ১০ টায় রিপোর্ট লেখা পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একটি আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।