বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রতিবন্ধী নারীকে (২২) পূজা থেকে ফেরার পথে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রমণ প্রধান (৩০)। রমণ উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে। বুধবার রাতে তাকে তার বাড়ী থেকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা নারী ও রমণ প্রধান প্রতিবেশী। গত ৩ এপ্রিল রাতে উদনাছড়ার ৮নং বস্তির দুর্গাবাড়ি থেকে দণ্ড পূজা দেখে ফেরার পথে রমণ ওই নারীকে বাঁশঝাড়ের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমরা গতকাল রাতে অভিযান চালিয়ে রমণকে আটক করে আজ আদালতে পাঠিয়েছি৷ ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।