Advertisement (Custom)

প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-04T18:55:34Z
জাতীয়

রাস্তায় বসে ইফতার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: রাস্তায় বসে ইফতার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।সোমবার (৪ এপ্রিল) রাজধানীর কাওরানবাজার এলাকায় রাস্তায় সব শ্রেণির মানুষের সঙ্গে বসে ইফতার করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ইফতার করার একটি ছবি পোস্ট করে ‘এক টাকায় আহার- 1 Taka Meal’ নামের ফেসবুক পেজ।
ভেরিফায়েড এ ফেসবুক পেজটিতে বলা হয়, ‘মাটিতে বসা মন্ত্রীকে পাশে পেয়ে রিকশাওয়ালা দুঃখের কথা বলতে ভুল করেনি।‘সারাদিন রিকশা চালিয়েও বাজার মেলাতে কষ্ট হয়। জিনিসপত্রের দাম বাড়তি, আপনি একটু দেখবেন প্লিজ।’

পেজটিতে আরও বলা হয়, ‘‘ভিড়ের মধ্যে অনেকেই অনেক কিছুই বলেছে, পাশাপাশি অবাক হয়েছে তার সরলতা, সাধারণের সাথে মেশার আচরণ। জানি বিদ্যানন্দের এই ছবিতেও কমেন্ট আসবে ‘লোক দেখানো’; কিন্তু কজন পারবেন এভাবে আসতে, সাধারণের সাথে মিশে ইফতার করতে।’’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ