Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-10T18:22:20Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ (পাভেল গ্রুপ)-ব্যাচ২০'র উদ্যোগে ইফতার বিতরন করেছে। 

আজ রবিবার বাদ আছর বিয়ানীবাজারে বিভিন্ন পয়েন্টে দিনমজুর রোজাদারদের মাঝে ৪০০প্যাক ইফতার আহার বিতরণ করা হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ'র সাবেক আপ্যায়ন বিষয়ক-সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ'র সদস্য মোহাম্মদ পাভেল মাহমুদ,বিয়ানীবাজার পৌর যুবলীগ নেতা ইরফান রুহুল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা  এন.আই.বাপ্পি শিপু,মোঃ জুয়েল আহমেদ শিপু,লায়েক আহমদ,আবিদুর রহমান জয়,রাশেল রহমান রুমি,রেজাউল হক নিশাত।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ ব্যাচ২০'র- তোহা চৌধুরী, মারওয়ান তালুকদার,সুফিয়ান শাহ, মেহেদি হাসান, সোহান আহমদ, তাহমিদ আহমদ, করিম আহমদ, রাহি আহমদ,ইকরাম আহমদ, তরিকুল ইসলাম, মাহাদি হবিব, সামি আহমদ, লিমন আহমদ, রিফাত আহমদ, সাজু আহমদ প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ