বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেট তামাবিল মাহসড়কের কাটাগাং এলাকায় পোষ্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রন আইনে অভিযান পরিচালনা করা হচ্ছে ৷
আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১১টা হতে সিলেট তামাবিল মহ্সড়কের জৈন্তাপুর উপজেলা কাটাগাং এলাকায় চেকপোষ্ট বসিয়ে কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আব্দুল করিমের নেত্বেত্ব অবৈধ, ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন সকল প্রকারের মটরযানের বিরুদ্ধে অভিযান শুরু করেন ৷
এসময় সাথে ছিলোন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ট্রাফিক পুলিশের সাজেন্ট ইকবাল হোসেন সহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করছে ৷
এবিষয়ে দরবস্তের বাসিন্দা এখলাছুর রহমান, রুহেল আহমদ, তানভীর আহমদ সহ অনেক সচেতন মহল বলেন, অভিযানটি সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত ইউপির দামড়ী কিংবা পল্লী বিদ্যুৎ এলাকায় পরিচালনা করা হয় ৷ তাহলে অবৈধ যানবাহন কিছুটা হলেও নিয়ন্ত্রন হত ৷ এটি নিজপাট ইউপির কাটাগাং এলাকায় অভিযান পরিচালনা করায় সংবাদটি অবৈধ যানবাহন মালিক শ্রমিকদের কাছে পৌছে যায় ৷ যার কারনে মালিকরা সারীঘাট হতে তাদের যানবাহন ঘুরিয়ে চলে যাচ্ছে৷ ধরা ছোয়ার বাহিরে থেকেই গেলে অবৈধ যানবাহন সমুহ ৷ তারপরও পুলিশে অভিযানকে তারা স্বাগত জানান ৷ এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সিলেট তামাবিল মাহাসড়কের শতকরা ৯০ভাগ দূর্ঘটনা রোধ করা যাবে বলে মনে করোন ৷ তারা আরও বলেন এক দুটি অভিযানে পরিচালনা না করে নিয়মিত অভিযানের দাবী জানান ৷
অভিযান সম্পর্কে সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রনে পুলিশের অভিযান শুরু হয়েছে ৷ অভিযানে অবৈধ গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷