বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে দুই স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুরের পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে দুই শিক্ষার্থীর পরিবার নগরীর শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শাহপরাণ (রহ.) থানার ওসি আনিসুর রহমান জানান, দুজনই (১৪) নগরীর শাহীন স্কুলের শিক্ষার্থী।
জিডির বরাত দিয়ে তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে শাহীন স্কুলের সামনে দুই কিশোরীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। পরে রাতে পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।
“ঘটনাস্থলের পাশের সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা গেছে, নিখোঁজের আগে ওই দুই কিশোরী একে অন্যের সঙ্গে গল্প করছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ।“
সাধারণত স্কুল শেষে দুপুর দেড়টায় দুই স্কুলছাত্রীর বাসায় ফেরার কথা ছিল।
পুলিশ তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি।