বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে বাজ পড়ে গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার রণকেলী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
অন্ধকারের মধ্যে আগুনের লেলিহান দেখে আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের মাঝে। পরে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলায় প্রচণ্ড বেগে ঝড় হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে উপজেলার রণকেলী উত্তর গ্রামের প্রয়াত সুরমা মেম্বারের বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারে বাজ পড়লে আগুন ধরে যায়।
রণকেলী উত্তর গ্রামের রাসেল আহমদ মঙ্গলবার রাতে জানান, ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।