Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-16T17:32:14Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ এহিয়া ট্রাস্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : গোলাপগঞ্জ এহিয়া ট্রাস্টের উদ্যোগে স্মরণসভা,অনুদান বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গোলাপগঞ্জ জামেয়া  ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ট্রাষ্ট্রের কোষাধ্যক্ষ কাজী মামুনুর রশিদ। এহিয়া ট্রাস্টের উপদেষ্টা, গোলাপগঞ্জ জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম হাফিজ আহমদ চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল,অনুদান বিতরণ ও ইফতার মাহফিলের আলোচনা সভা এহিয়া ট্রাস্টের অন্যতম ট্রাস্টি, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও মাওলানা ক্বারী জাবেদুর রহমান ফারহানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এহিয়া ট্রাস্টের সেক্রেটারি শাহেদ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, রণকেলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাদ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি রশীদ আহমদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার সাক্কাফ আহমদ চৌধুরী, জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে গোলাপগঞ্জ পৌর এলাকার ত্রিশজন ইমাম ও  মুয়াজ্জিনকে এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রণকেলী মহিউসসুন্নাহ মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস ছামাদ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ