Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-19T08:04:57Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে গাড়ির জন্য অপেক্ষায় থাকা ৪ শিক্ষার্থীকে পিকআপ ভ্যানের ধাক্কা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষায় থাকা ৪ শিক্ষার্থীকে একটি মালবাহী পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে আহত করেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মালুমের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান। 

তিনি বলেন, ৪জন শিক্ষার্থী গোলাপগঞ্জ এমসি একাডেমিতে যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ সড়কের মালুমের দোকান নামক স্থানে গাড়ির অপেক্ষা করছিল। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। ৪জন শিক্ষার্থীর দুই জনের সামান্য জখম হলেও দুই জনের অবস্থা আশংকাজনক জনক। এই দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ